খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে প্রথমবারের মতো পালিত হয়েছে স্থানীয় সরকার দিবস। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে সাজানো উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।
উন্নয়ন মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জ -১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি । উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: তানভীর হাসান জিকো, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক তাজ উদ্দিন তাজ প্রমুখ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।