স্টাফ রিপোর্টারঃ
উপজেলা পর্যায়ে যে মিনি স্টেডিয়াম তৈরী হচ্ছে এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের খেলোয়াররা খেলাধুলায় যেমন সুযোগ পাবে তেমনি নতুন নতুন খেলোয়ার তৈরী হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের শোলমাড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
কিশোরগঞ্জ জেলায় মোট পাঁচটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এর মধ্যে কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।