আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হোসেন্দী উচ্চ বিদ্যালয়ে নতুন কারিকুলাম বাস্তবায়নে অভিজ্ঞতা ভিত্তিক শিখনের পারদর্শীতা অর্জন সংক্রান্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুন নাহার মাকছুদা। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এটিএম খলিল উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাদিউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শারফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আমিন উল্লাহ, সিনিয়র শিক্ষক মোঃ আমিনুল হক খান, শহিদুল আলম মানিক, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, নূরুল ইসলাম রমজান ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক একটি নাটিকা ও নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।