দুর্ঘটনাস্থল পরিদশন করেছে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

0

স্টাফ রিপোর্টারঃ
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের তদন্তদল। বুধবার (২৫ অক্টোবর) বেলা ১২ টায় ৫ সদস্যের মধ্যে ৩ সদস্যের তদন্ত দল ঘটনার স্থল পরিদর্শন করেন। তদন্তে কমিটির সদস্য নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ও ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটি ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, ডিজিটাল সিগন্যাল সিস্টেম থাকায় একটি ট্রেনের সিগন্যাল দেওয়া হলে পরবর্তিতে লাইন ক্লিয়ার না হওয়া পর্যন্ত সফটওয়েরারের মাধ্যমে অন্য কোন লইনে সিগন্যাল দেওয়া যায়না। সব লাইনে লাল বাতি জ্বলে থাকবে। কিন্তু ঘটনার দিন কন্টেইনারবাহী ট্রেনটি সিগন্যাল মানেননি। যার ফলে এ দুর্ঘটনা ঘটে। এ জন্য কন্টেইনারবাহী ট্রেনের ৩ জনকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে।

Share.