স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নাসিরুল ইসলাম খান-এর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার ( ৩ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় প্রার্থীর হলফনামায় মামলার তথ্য গোপন রাখায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রবিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩০ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। সোমবার ( ৪ডিসেম্বর) বাকি ৩ টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
এছাড়াও বাতিল হয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে সৈয়দ আশরাফুল ইসলামের ভাই মেজর (অবঃ) সৈয়দ সাফায়েতুল ইসলাম (স্বতন্ত্র), শরীফ আহাম্মদ সাদী (স্বতন্ত্র), আবুল কাসেম (বাংলাদেশ কংগ্রেস)। কিশোরগঞ্জ-২ আসনে (কটিয়াদী-পাকুন্দিয়া) আশরাফ আলী (গণতন্ত্রী পার্টি), আহসান উল্লাহ (তৃণমূল বিএনপি), মেজর (অবঃ) আখতারুজ্জামান রঞ্জন (স্বতন্ত্র)। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) শামীম আহমেদ (স্বতন্ত্র), রুবেল মিয়া (স্বতন্ত্র), ব্যারিস্টার গোলাম কবীর ভূঞা (স্বতন্ত্র)।
এদের মধ্যে আলোচিত প্রার্থী, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন বর্তমান সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা তারই বড় ভাই মেজর (অবঃ) সৈয়দ শাফায়েতুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তিনি জানান, নির্বাচনী হলফনামায় ১০জন সমর্থিত ভোটারের মধ্যে একজন মৃত ব্যক্তির নাম রয়েছে। ওই ব্যক্তির পক্ষে মৃত ব্যক্তির ছেলে স্বাক্ষর করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। হলফনামায় মামলার তথ্য গোপন ও ব্যাংক ঋণের চারটি তথ্যের মধ্যে ১টি উল্লেখ না করায় স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান রঞ্জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানানো হয়।