হোসেনপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0

খায়রুল ইসলাম (কিশোরগঞ্জ) হোসেনপুরঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ ফেব্রুয়ারী) বিকালে  শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া প্রাঙ্গণে সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হোসেনপুর উপজেলা  শাখা ও পৌর শাখা।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হারাধন চন্দ্র দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক  ট্রাস্টি  বীরমুক্তিযোদ্ধা এ্যাড.ভূপেন্দ্র ভৌমিক দোলন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন -জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি  নারায়ণ দত্ত প্রদীপ, মূখ্য আলোচক হিসেবে বক্তব্য জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব রিপন রায় লিপু, জেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ মৃদুল কান্তি মজুমদার, কিশোরগঞ্জ সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পল্লব কর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়ার সহ-সভাপতি অমল চন্দ্র দেব জগাই,  সাধারণ সম্পাদক রতন চন্দ্র বনিক, হোসেনপুর উপজেলা মহিলা ঐক্য পরিষদের সভাপতি গীতা রানী ঘোষ,  পৌর পূজা উদযাপন পরিষদের সদস্য রাজীব চন্দ্র সাহা  প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক  সুবল চন্দ্র বনিক তাপস।

সম্মেলনে শেষে উপজেলা শাখার সভাপতি অমল চন্দ্র দেব জগাইকে সভাপতি,  সাংবাদিক উজ্জ্বল কুমার সরকারকে সাধারণ সম্পাদক  এবং পৌর শাখার সভাপতি সুবল চন্দ্র বনিক তাপসকে সভাপতি ও  রাজীব চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

Share.