স্টাফ রিপোর্টারঃ
বিএনপি’র বহিষ্কৃত নেতা মেজর অবঃ আখতারুজ্জামান রঞ্জন বলেছেন ইতিহাস সাক্ষ্য দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা জাতির পরিচয় পেতাম না। শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা হয় এবং পরবর্তিতে জাতির জনক ও জাতির পিতা পরিচয় হয়।
রবিবার (১৭ মার্চ) বিকেলে কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ ও গচিহাটা পল্লী একাডেমি আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর রঞ্জন আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন জাতির জীবনের বিশেষ তাৎপর্য বহন করে। দক্ষিণ এশিয়ার শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। যদি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা না করা হতো তাহলে বাংলাদেশ অনেক আগেই উন্নয়নের শিকরে পৌঁছে যেত। আমরা বঙ্গবন্ধুকে ফিরে পাব না তবে তার আর্দশে চলতে হবে। আমাদের রাজনীতির গলদ এখানেই আমরা জনগণের কথা চিন্তা না করে নিজেদের হিংসাত্মক মন নিয়ে চলাচল করি।
আখতারুজ্জামান আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধ করে এই এলাকায় এসেছিলাম। তখন শতকরা ৯৫ ভাগ লোক ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের লোক। আজকে দেখতে কষ্ট লাগে মুক্তিযুদ্ধের বিরোধীরা মাথাছাড়া দিয়ে উঠছে ধর্মের নামে ইসলামের নামে। ইসলামের সাথে মুক্তিযুদ্ধের কোন বিরোধিতা নাই। আজকে বঙ্গবন্ধুর এই জন্মবার্ষিকীতে আমরা শপথ নেব এই বাংলার মাটিতে আল্লাহ ও তার রাসুলের পরে বঙ্গবন্ধু হবে আমাদের পথ প্রর্দশক। এর বাইরে মুক্তিযোদ্ধা বিরোধি কোন রাজনীতি বাংলার মাটিতে হবে না। হতে দেব না। মুক্তিযুদ্ধের বিরোধি যদি কেউ রাজনীতি করে তাদের বিষদাত ভেঙ্গে দেওয়া হবে। আমরা আজকে বঙ্গবন্ধুর প্রেমে একসাথে হয়েছি।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুস্তাকুর রহমান, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন মিলন উপস্থিত ছিলেন।