স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেছেন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে আমার ছেলেকে আপনারা সবাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে চেয়েছেন কিন্তু আমার ছেলের উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হওয়ার সুযোগ নাই। আমি সংসদ সদস্য আমার ছেলে উপজেলা চেয়ারম্যান হবে তা আমি চাই না। অন্যদের এই সুযোগ দেওয়া হবে।
শনিবার (০৬ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া গার্লস স্কুল মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
সোহরাব উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে। আমার পরিবার এই দলের কাছে ঋনি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আমার আর কিছু চাওয়ার নাই। শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। সামনে উপজেলা পরিষদ নির্বাচন আর সেই জন্য আজকের বর্ধিত সভায় সকল চেয়ারম্যান প্রার্থীদের দাওয়াত দিয়ে এনেছি। উপজেলা নির্বাচনে আপনারা বলেছেন আমার ছেলে তৌফিকুল হাসান সাগর যেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়। কিন্তু আমি তা চাই না। কারণ, দেশের জন্য দলের জন্য আমাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। যদিও দেশের বিভিন্ন উপজেলা গুলোতে বিভিন্ন সংসদ সদস্যরা তাদের ছেলে, বউ, মেয়ে পরিবারের আত্মীয়দের জনপ্রতিনিধি করেছে। আমি মনে করি এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সবকিছু আমাদের পরিবারের ভেতর রাখা ঠিক হবে না। আমার ছেলের যোগ্যতা আছে কিন্তু আমি চাই না। আর আমার ছেলেও আমার সিদ্ধান্তের বাহিরে যাবে না। তার এখনও অনেক কিছু শিখার আছে আপনাদের সাথে থেকে থেকে সবকিছু শিখবে। আমি কৃষকের সন্তান অনেক কষ্ট করে আজকে আমি এখানে এসেছি। আমার ছেলেকে সবকিছু তৈরী করে দিয়ে চেয়ারম্যান বানাতে হবে বলে আমি মনে করি না।
উপজেলা নির্বাচনকে উল্লেখ্য করে সোহরাব উদ্দিন আরও বলেন, সামনে নির্বাচনে আমার ও দলের পক্ষ থেকে কাউকে প্রার্থী ঘোষনা করা হবে না। উন্মুক্তভাবে সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে।