পাকুন্দিয়ায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, একজন আহত

0

আছাদুজ্জামান খন্দকারঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ঈদ উপলক্ষে বেড়াতে বের হয়ে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন আরোহী। শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাকুন্দিয়া পৌরসভার বরাটিয়া ঈদগাহ গেইটের সামনে কিশোরগঞ্জ-ঢাকা পাকা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত দুইজন হলেন, উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের শহীদুল্লাহর ছেলে সৌদি প্রবাসি নাঈম (২৮) এবং পাকুন্দিয়া পৌর এলাকার পাইক লক্ষীয়া গ্রামের আবুল কালামের ছেলে ফল ব্যাবসায়ী শরীফ (২২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শরীফের ছোট বোন লিজা আক্তার (১৮)। তিনি বর্তমানে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শরীফ তার ছোট বোন লিজাকে মোটর সাইকেলে করে বাড়ি থেকে তার নানার বাড়ি মির্জাপুর গ্রামে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন নাঈম। বরাটিয়া ঈদগাহ গেইটের সামনে পৌঁছলে মোটর সাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’টি মোটর সাইকেলে থাকা চালক ও আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই নাঈম নিহত হন। পথচারীরা আহত শরীফ ও তার বোন লিজাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুইজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে নেওয়ার পথে শরীফ মারা যান। গুরুতর আহত লিজা কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংঘর্ষে মোটর সাইকেল দু’টি দুমড়ে-মুচড়ে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, সন্ধ্যায় মোটর সাইকেল দু’টির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নাঈম নামের একজনের মৃত্যু হয়েছে। পরে আহত দুইজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরীফ নামের একজনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

Share.