হোসেনপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

0

খায়রুল ইসলাম (হোসেনপুর) কিশোরগঞ্জঃ

‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার’প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক পালন করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) অনিন্দ্য মন্ডল।

এছাড়াও বক্তব্য রাখেন- হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,প্রধান শিক্ষক এ এস এম জহির রায়হান,কাজী আছমা বেগম, মো. ফরহাদ উদ্দিন, আহম্মদ আলী, আলা উদ্দিন,সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম, মুহাম্মদ কামরুল আহাসান,প্রভাষক শফিকুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত,শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেস্কো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।

Share.