কিশোরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী ও টেকনিশিয়ান দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী ও ক্যামেরা টেকনিশিয়ানদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে শহরের স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে ইজভিজ (EZVIZ) এর উদ্যোগে নিফ আইটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় জেলার বিভিন্ন ‍উপজেলা থেকে ৪০ জন ইন্টারনেট ব্যবসায়ী ও টেকনিশিয়ান উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, EZVIZ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে উন্নতমানের সিসি ক্যামেরা তৈরী করছে। যা মার্কেটে ছড়িয়ে দেওয়া ও সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছানো আপনাদের মতো ইন্টারনেট ব্যবসায়ী ও টেকনিশিয়ানদের বড় অবদান রয়েছে। কিন্তু এসব সেবা প্রদানে টেকনিক্যাল সহায়তা বড় প্রয়োজন। সেই লক্ষ্যে আজকে কর্মশালার আয়োজন। আমরা মনে করি মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া আইনশৃঙ্খলার পাশাপাশি বড় অবদান সিসি ক্যামেরার। কিন্তু বাজারে যে ক্যামেরা গুলো রয়েছে তাদের মধ্যে EZVIZ অন্যতম। দক্ষ টেকনিশিয়ান ধারা সেগুলো স্থাপন করা হলে EZVIZ এর প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে। এতে করে মানুষ যেমন এই কোম্পানির ক্যামেরার প্রতি আস্থা বাড়াবে তেমনি যারা ইন্টারনেট ব্যবসায়ী রয়েছেন এবং EZVIZ এর পন্য বিক্রি করেন তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে।

কর্মশালার মাধ্যমে, EZVIZ ক্যামেরার মান ‍উন্নয়ন, ব্যবসায়ীদের মতামত ও দিক নির্দেশনা, সাধারণ গ্রাহকদের কাছে EZVIZ সিসি ক্যামেরার প্রতি আস্থা স্থাপনের কৌশল, টেকনিশিয়ানদের সুবিধা অসুবিধা, কাজের ক্ষেত্রে গুণগত মান ধরে রাখতে কৌশল, সমস্যা হলে দ্রুত সমাধানের পথ নিয়ে আলোচনা করা হয়। শেষে ব্যবসায়ী, গ্রাহক ও টেকনিশিয়ানদের সাথে সম্পর্ক ধরে রাখতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।

এসময় EZVIZ এর সেলস ম্যানেজার শামসুল ভূইয়া, EZVIZ এর এরিয়া সেলস ম্যানেজার আহমেদ শরীফ, এক্সেল টেকনোলজির অঞ্চলিক বিক্রয় প্রতিনিধি নিলয় ঘোষ উপস্থিত ছিলেন।

Share.