খায়রুল ইসলাম (হোসেনপুর) কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সংঘঠিত শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ বৃদ্ধিজীবীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ- আল -সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মো: রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক রাজন, সাবেক পৌর মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমান, জেলা কৃষক দলের আহবায়ক এ্যাডভোকেট মো: মাজহারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, সাংবাদিক মো: জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাফেজ কারিমুল্লাহ, জামায়াত নেতা মাওলানা মুহতাসিন বিল্লাহ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন।