স্টাফ রিপোর্টারঃ
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অন্তর্বতী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, রাষ্ট্র সংস্কারের নামে আপনারা আজকে কিংস পার্টি গঠন করতে পায়তারা করছেন। রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাজি শুরু করেছেন। আপনারা কাজ করেন কিন্তু কাজের নামে কিংস পার্টি গঠন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শতাধিক পণ্যের উপরে ভ্যাট-টেক্স বৃদ্ধি করা সেটা রাষ্ট্র সংস্কার হতে পারে না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান আরও বলেন, গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী’র বাড়িতে ছাত্র জনতা হামলা করতে গিয়েছিল। সেখানে আওয়ামী লীগ কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কুপিয়েছে? আওয়ামী লীগকে যদি আপনারা ভ্যাকসিন ঠিক-ঠাক মতো না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা কেউ রক্ষা পাবেন না। আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এই সরকারকে বলবো আগামী সাতদিনের মধ্যে গণ হত্যার বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও নিবন্ধন স্থগিত করতে হবে। জনগণের সাথে বেঈমানি করে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাশন করছেন। রাষ্ট্র সংস্কার করতে চাইলে গ্রামে আসেন এসি রুমে বসে রাষ্ট্র সংস্কার করা যাবে না।
যারা আওয়ামী লীগের পেতাত্মারা রয়েছে তাদের কয়জনকে গ্রেফতার করেছেন? শেখ পরিবারের প্রেতাত্মারা এখনও গ্রেফতার হয়নি। আওয়ামী লীগ রয়েছে সচিবালয়ে, পুলিশে, র্যাব ও বিজিবিতে। কিন্তু তাদেরকে ধরা হচ্ছে না। পুলিশের ৮০ পার্সেন্ট আওয়ামী লীগের, ছাত্র লীগের। তাহলে এই ২০ শতাংশ পুলিশ নিয়ে কি রাষ্ট্র সংস্কার করতে পারবেন? পারবেন না। এইটা কি ধরনের রাষ্ট্র সংস্কার।
সরকারকে উদ্দেশ্য করে বলেন, এখন একটি সরকার রয়েছে। অভূত্থানের সময় অনেক কিছু জায়েজ। কিন্তু অভূত্থানের পরে যখন একটি সরকার গঠিত হয় ওই সরকার ক্ষমতায় থাকে এবং রাষ্ট্রকে স্থিতিশীল করার চেষ্টা করে তখন কিন্তু এই ভাঙচুর এলাও না। বাড়ি ঘরে আগুন দেওয়া, ভাস্কর্য্য ভাঙা সেটা দেশকে আরেকটি প্রতি বিপ্লবের দিকে নিয়ে যায়। সুতরাং বিপ্লবের এখন যারা মানুষের বাড়িতে বাড়িতে আগুন দিচ্ছে, গণ অধিকার পরিষদ এইগুলোকে সমর্থন করে না।
এসময় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, গণ মাধ্যম সমন্বয়ক আবু হানিফ, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক অভি চৌধুরী্, পাকুন্দিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ উপস্থিত ছিলেন।