রিভার বাংলার উদ্যোগে নদীকৃত্য দিবস পালন

0

স্টাফ রিপোর্টারঃ

আমার নাম নরসুন্দা, আমি বাঁচতে চাই এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টায় ঘন্টাব্যাপী কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল মুক্তমঞ্চ এলাকায় নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নরসুন্দা নদীকে হত্যা করা হয়েছে। পুনঃখনন ও পুনর্বাসন প্রকল্পে কাজের কাজ কিছুই হয়নি। প্রশাসনের উচিত নদী ভরাটের উৎসব, অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ নদীর কচুরিপানা সরিয়ে নদীতে স্বচ্ছ পানির প্রবাহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা। শহরের ময়লা আবর্জনা, পলিথিনসহ অন্য কোনো ময়লায় যাতে নদীটি দূষিত না হয় সে বিষয়ে সোচ্চার থাকা।

নদীকৃত্য দিবসে অংশগ্রহণকারী

এসময় সমাজকর্মী ও কলামিস্ট গাজী মহিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক মু আল লতিফ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আব্দুল গনি, কিশোরগঞ্জ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক ড. শেখ মেহেদী হাসান, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূইয়া, কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন, ছড়াকার বিজনকান্তি বণিক, সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি কবি সাদরুল উলা, ডাঃ নৌশাদ কায়সার পাঠান, জেলা পাবলিক লাইব্রেরীর সদস্য ও সমাজ সেবক মোবারক হোসেন, সমাজকর্মী কাজী অলি, বিবর্তন থিয়েটারের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন শামীম, গল্পকার মুহাম্মদ শামীম রেজা, রিভার বাংলার প্রকাশক তানভীর আহমেদ তুষার প্রমুখ। আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক আমিনুল ইসলাম সেলিম।

Share.