কিশোরগঞ্জে প্রত্যাহার হওয়া সেই পুলিশ সুপারকে আবারও যোগদানের নির্দেশ

0

স্টাফ রিপোর্টারঃ
প্রায় তিন মাস আগে প্রত্যাহার হওয়া কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে পুনরায় স্বপদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে প্রত্যাহার হয়েছিলেন মোহাম্মদ হাছান চৌধুরী।

রোববার (৩ আগষ্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপ মহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনের স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।

গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চিকিৎসার জন্য দেশ ছেড়ে যাওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় তার নিজের জেলা কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশিন থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার এবং উপ পরিদর্শক ও সহকারী উপ পরিদর্শক পদমর্যাদার দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি মামলায় আসামি হিসেবে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা না দেওয়ার অভিযোগ আনা হয়। ঘটনার তদন্তে পুলিশ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারবে প্রধান এবং নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে সদস্য করে উচ্চ পর্যায়ের আরেকটি কমিটি গঠন করা হয়। দুটি কমিটি তদন্ত শেষে কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া অন্যদের নির্দোষ বলে অব্যাহতি দিতে সুপারিশ করে। তদন্ত চলাকালে কিশোরগঞ্জের পুলিশ সুপার পদটি শূণ্য ছিল।

Share.