কুলিয়ারচরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

0

 কুলিয়ারচর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দায়রাকান্দি এলাকার ছয়সূতী সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার করেছে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) সকালে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে লাশটি ফেলে রাখা হতে পারে।

ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় শনাক্তের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Share.