সিঙ্গাপুরে সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের আব্দুস ছাত্তার

0

স্টাফ রিপোর্টারঃ

সিঙ্গাপুরে বাংলাদেশের প্রবাসী মো. আব্দুস ছাত্তার অর্জন করেছেন সম্মানজনক “সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ড–২০২৫”। তিনি এ বছর একমাত্র বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর ) সিঙ্গাপুরের ফাংশান লা ম্যান্ডেল হলে অনুষ্ঠিত হয় এ বছরের সাইলেন্ট হিরো অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নীরবে কাজ করে যাওয়া অসাধারণ মানুষদের স্বীকৃতি জানাতে প্রতিবছর এই পুরস্কার প্রদান করা হয়।

চূড়ান্তভাবে মনোনীত ২৪ জনের মধ্যে পাঁচটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়— Heart of Humanity (মানবিকতা), Inspiring Youth (অনুকরণীয় যুবক), Outstanding Adult (অসাধারণ প্রবীণ), Pioneer of Promise (প্রতিশ্রুতিশীল অগ্রগামী) এবং Compassionate Foreigner (প্রেমময় বিদেশি)।

আব্দুস ছাত্তার “Compassionate Foreigner” বিভাগে পুরস্কার অর্জন করেন। তার হাতে পুরস্কার তুলে দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী কার্যালয়ের মন্ত্রী এবং জাতীয় উন্নয়ন মন্ত্রী ইন্দ্রাণী রাজাহ।

ইন্দ্রাণী রাজাহ বলেন, “যারা সমাজে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, তারা আমাদের সমাজকে আরও মানবিক ও শক্তিশালী করে তুলছেন। এই পুরস্কার তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক।”

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রামের সন্তান আব্দুস ছাত্তার গত ১১ বছর ধরে সিঙ্গাপুরে কর্মরত। বর্তমানে তিনি একটি লজিস্টিক কোম্পানিতে ওয়ারহাউস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি, প্রবাসীদের কল্যাণে নীরবে কাজ করে যাচ্ছেন।

গত দুই বছর ধরে তিনি 24asia সংগঠনের মিশন ডেভেলপমেন্ট লিড হিসেবে দায়িত্ব পালন করছেন। শুধুমাত্র গত এক বছরেই তিনি সংগঠনের প্রতিষ্ঠাতা নোমান রহমানের তত্ত্বাবধানে প্রায় ১,৫০০-এরও বেশি প্রবাসী শ্রমিককে প্রশিক্ষণ ও সহযোগিতা দিয়েছেন। এছাড়াও তিনি Migrant Workers’ Centre (MWC) এর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত থেকে কর্মীদের সহায়তা করে আসছেন।

আব্দুস ছাত্তার বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়, এটি সকল বাংলাদেশি প্রবাসীদের। আমরা যেখানে থাকি না কেন, মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গর্ব ও অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে।

Share.