খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জে বিএনপির কোরআন খতম ও মিলাদ মাহফিল

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের বত্রিশ এলাকায় একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবু তাহের মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক দিদারসহ  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরেই সুস্থ হয়ে তাদের মধ্যে ফিরবেন।

Share.