স্টাফ রিপোর্টারঃ
শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে দুর্বার প্রজন্মের উদ্যোগে শীতকালীন মানবিক কর্মসূচি ‘উষ্ণতার পরশ–২০২৬’ এর আওতায় ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার কিশোরগঞ্জ গাবতলী বাজার সংলগ্ন বৌলাই এলাকায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুর রহমান মাহমুদ। এছাড়াও দুর্বার প্রজন্মের নির্বাহী কমিটির সদস্য, সাধারণ সদস্য, শুভানুধ্যায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ বছর শীতবস্ত্র বিতরণ কার্যক্রমটি আধিপত্যবাদবিরোধী মহানায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় উৎসর্গ করা হয়। কর্মসূচি চলাকালে শহীদ হাদির নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ উপলক্ষে দুর্বার প্রজন্মের সভাপতি মাহফুজুর রহমান সোহাগ বলেন, শীত মৌসুমে অনেক মানুষ ন্যূনতম উষ্ণতা থেকেও বঞ্চিত থাকে। মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ‘উষ্ণতার পরশ–২০২৬’ সেই প্রচেষ্টারই একটি অংশ।
সংগঠনের সাধারণ সম্পাদক রাকিব আহমেদ মেরাজ বলেন, দুর্বার প্রজন্ম সবসময় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্বাসী। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, মানবিক সহায়তার পাশাপাশি অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে নৈতিক ও প্রতিবাদী অবস্থান নেওয়াও দুর্বার প্রজন্মের অন্যতম মূল দর্শন। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এই আয়োজনকে শহীদ হাদির স্মরণে উৎসর্গ করা হয়েছে।
দুর্বার প্রজন্মের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সংগঠনটি নিয়মিতভাবে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও প্রতিবাদী ভূমিকা পালন করবে।