অষ্টগ্রামে মাজারে যাওয়ার পথে পিকআপ ভ্যান উল্টে নিহত, ২ আহত ১০

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দশজন আহত। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন ঘগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়ায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১০জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপ ভ্যান করে ব্রাক্ষ্মবাড়িয়া এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে। এসময় ওই পিকআপ ভ্যানের অনেকেই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুইজন মারা গেছে। আহতদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৫জন ও উন্নত চিকিৎসার জন্য ৫জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.