গত বুধবার ব্রাজিলের সংবাদমাধ্যম বলা হয়েছে, তাদের বিমানটি পুরো আর্জেনটিনা দলকে নিয়ে ভেঙে পড়ত,যদি ১৮ মিনিট আকাশে থাকত ।সাপেকোয়েন্স ফুটবলারদের মতোই মৃত্যু হতো মেসিদের! কেননা মেসিদের বিমানে যতটা জ্বালানি ভরা হয়েছিল, তাতে বিমানটি চলতে পারত ৪ ঘণ্টা ২২ মিনিট।
ব্রাজিলের কাছে হেরে বুয়েনস আইরেসে ফেরার সময় মেসিরা ওই বিমানে ছিলেন ৪ ঘণ্টা ৪ মিনিট! বাকি ছিল আর মাত্র ১৮ মিনিট!
সাপেকোয়েন্সের ফুটবলারদের নিয়ে ওই একই সংস্থার বিমান বলিভিয়ার বিমানবন্দর থেকে প্রয়োজনীয় জ্বালানি না ভরেই মেদেলিনেরদিকে রওনা হয়েছিল।মেদেলিনে নামার আগেই পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি ভেঙে পড়ে ।বলিভিয়ার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে বুধবার ওই বিমান সংস্থার মালিককে গ্রেফতার করেছে। বলিভিয়ার পুলিশ বিভাগের একজন মুখপাত্র সেলিয়া কাস্তেদো জানিয়েছেন, বলিভিয়া থেকে বিমান রওনা হওয়ার আগে তিনি পাইলটকে সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেছিলেন! কাস্তেদো বলেছেন, দুর্ঘটনার পর থেকে আমি ফোনে একাধিকবার খুনের হুমকি পেয়েছি
Info: .Dhakardak-bd.com