ফেসবুকে এবার রঙিন স্ট্যাটাসও দেয়া যাবে শিগগিরই

0

050512_2302_2%e0%a6%ac%e0%a6%be%e0%a6%bfএবার রঙিন স্ট্যাটাস দেখা যাবে জনপ্রিয় যোগাযোগ  মাধ্যম ফেসবুকে খুব শিগগিরই । সবাইতো ফেসবুকে নানা রকম স্ট্যাটাস দিয়ে থাকেন। সেই স্ট্যাটাস একটু রঙিন হলে মন্দ কি, তাই না? ফেসবুক তাই স্ট্যাটাসের ব্যাকগ্রাউন্ড রঙিন করার সুবিধা আনছে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব- সবার জন্যই ফিচারটি উন্মুক্ত করা হচ্ছে। তবে আপাতত এটি পরীক্ষামূলকভাবে চলছে বলে অনেকে এটি এখন নাও পেতে পারেন।

ব্যাকগ্রাউন্ডে শুধু সাদা রং রয়েছে বর্তমান ফেসবুকে । নতুন ফিচারটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের জন্য একটি রং নির্বাচন করতে পারবেন ব্যবহারকারী। তবে শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা রঙিন স্ট্যাটাস দিতে পারবেন। সব প্ল্যাটফর্ম ব্যবহারকারী সেই স্ট্যাটাস দেখতে পাবেন ।

একজন মুখপাত্র বলেছেন,পরিবর্তন আনা হচ্ছে টেক্সট পোস্ট আরও দৃশ্যমান করতে । শিগগিরই টেক্সট স্ট্যাটাসের নিচে ইনস্টাগ্রাম লোগো সদৃশ কয়েক ধরনের রঙের অপশন থাকবে। আপনার স্ট্যাটাসগুলোকে এখন থেকে রং নির্বাচন করে রঙিন করে তোলা যাবে ।

Info : Protidinersangbad.com

Share.

About Author