বাংলাদেশের শক্তি ইতিহাস উইলিয়ামসন ঘরের মাঠ

0
dghবাংলাদেশ স্বপ্বের মতো ক্রিকেট খেলছে গত কয়েক বছর ধরে । মাশরাফিরা এশিয়া কাপের ফাইনাল ও বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠে।

ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ রথী মহারথীদের নাকানি চুবানি খাইয়েছে তামিম-সাকিবরা। এবার বিদেশের মাটিতে ভালো করার চ্যালেঞ্জ নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ।সফরে তিনটি করে ওয়ানডে ও টি২০ খেলবে বা্ংলাদেশ। এছাড়া কিউইদের বিপক্ষে দুটি টেস্টে মাঠে সামবে মুশফিকুর রহিমের দল।

সাম্প্রতিক পরিসংখ্যান  দেখা যায়,

ওয়ানডেতে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়েই আছে বাংলাদেশ। সর্বশেষ ৯ ওয়ানডেতে ৭টিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। তাই ক্রাইস্টচার্চের হেগলি ওভালে প্রথম ওয়ানডের আগে নিশ্চিতভাবে কিউইদের চেয়ে এগিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখতে পারেন আপনি।
টাইগারদের সাতটি জয়ই এসেছে ঘরের মাটিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি ১৭টি ওয়ানডেতেই জিতেছে কিউইরা।
ঘরের মাঠে তো ক্রিকেটের অন্য বেশ কয়েকটি দেশের মতো অপ্রতিরোধ্য নিউজিল্যান্ডও। এ বছর ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড।  যার মধ্যে মাত্র ছয়টিতে জিতেছে কিউইরা। তবে ঘরের মাঠে অনুষ্ঠিত সাতটি ম্যাচের পাঁচটিতেই জিতেছে উইলিয়ামসনের দল।

টি২০ তে তো এ বছর রীতিমতো দুধর্ষ খেলেছে নিউজিল্যান্ড। ১০টি টি২০ খেলে মাত্র দুটিতে হেরেছে তারা। ঘরর মাঠে ৫ টি২০ তে মাত্র একটিতে হেরেছে দলটি। আর সেটাও মাত্র ১৬ রানে, পাকিস্তানের বিপক্ষে।
এ বছর ঘরের মাঠে চারটি টেস্ট খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল দুটি টেস্টে হারে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে বাকি দুটি টেস্টে বেশ বড় ব্যবধানেই জিতে নিউজ্যিল্যান্ড। তাই সবদিক বিবেচনা করলে দেখা যাচ্ছে যে, নিজেদের মাঠে ফেভারিট নিউজিল্যান্ডই।

তবে ক্রিকেটকে গৌরবময় অরিশ্চয়তার খেলা বলা হয়ে থাকে। নির্দিষ্ট দিন বা সিরিজে একজন ক্রিকেটারই বদলে দিতে পারেন ম্যাচে বা সিরিজের চেহারা। আর বাংলাদেশ দলে তামিম-সাকিব-মুস্তাফিজ-রিয়াদদের মতো পারফর্মাররা রয়েছেন। ক্রিকেটের সব ফরম্যাটেই পরীক্ষিত ও সিদ্ধহস্ত তারা।

ওপেনার ব্যাটসম্যান তরূন সৌম্য-সৈকত-মিরাজরা যদি তাদের সামর্থ্য মতো খেলতে পারেন তাহলে প্রথমবারের মতো বিদেশের মাটিতে ক্রিকেটের বড় শক্তিদের একটিকে হারানোটা খুব একটা কঠিন হবার কথা নয়।
Info : Samakal.net
Share.

About Author