হতাশা পেসারদের নিয়ে

0

 

বাংলাদেশ এখন ক্যাচ নিয়ে ভাবছেন। কারণ খেলায় যদি ফিল্ডার ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে যে কোনো খেলার মোর গের যায়।  প্রথম ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকেই আজ তৃতীয় দিনের খেলায় নামবে। স্বাগতিকরা কাল সাত উইকেটে ২৬০ রান তুলেছে। যদিও বাংলাদেশের সামনে সুযোগ ছিল ব্ল্যাক ক্যাপসদের প্রথম ইনিংসটা গতকালই গুটিয়ে দেয়ার। পেস বোলারদের দুর্দান্ত বোলিংয়ের দিনে ক্যাচ মিসের কারণে নিউজিল্যান্ডকে অলআউট করতে পারেনি বাংলাদেশ।

দিন নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেছেন রস টেলর। ব্যক্তিগত এক রানে ছোটখাট একটা সুযোগ দিয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পরে ৭৫ রানে মিরাজের বলে স্কয়ার লেগে কামরুল ইসলাম রাব্বির হাতে জীবন পান টেলর। যদিও দুই রান পরই মিরাজের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

 

ক্যাচ মিসের গল্পটা বাদ দিলে গতকাল দিনটা ছিল বাংলাদেশের। বোলাররাই ম্যাচে ফিরিয়েছেন সফরকারীদের। তবে দিনের শুরুটা গড়েছিলেন পেস বোলাররা। দিনভর করে গেছেন নিয়ন্ত্রিত বোলিং।

 

নিজের প্রথম স্পেলে সাত ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। ভাগ্যের ছোঁয়া থাকলে হয়তো কয়েকটা উইকেট পেতে পারতেন এই তরুণ পেসার। ১৭ ওভার ৬৪ রান দিলেও তাসকিন দিন শেষে উইকেটবিহীন থাকেননি। হাফ সেঞ্চুরিয়ান টম ল্যাথামের উইকেট নিয়েছেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরে একটু লাফিয়ে উঠা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন ল্যাথাম।
রুবেল হোসেন ১৫ ওভারে ৫৪ রান দিয়ে উইকেট বঞ্চিত থাকেন। কিন্তু ডানহাতি এই পেসারও বাউন্সার, গতির ঝড়ে কাঁপিয়েছেন স্বাগতিক ব্যাটসম্যানদের। বিশেষ করে এক বাউন্সারে ল্যাথামের হেলমেটের গ্রিল ভেঙেছেন রুবেল।  নিজের বলে ক্যাচ পড়া নিয়ে দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ বলেছেন, ‘আমার বোলিং ক্যাচ মিস হওয়া নিয়ে আমি অত চিন্তিত নই। কিছু বল স্লিপ, গালি দিয়েও চলে গেছে। এটা আমার দিন ছিল না। আমার দিন হলে আমি হয়তো সাত-আটটা উইকেট পেয়ে যেতাম।’
পেসারদের আক্রমণাত্মক বোলিংটা ছিল দলীয় পরিকল্পনার অংশ। তাসকিন বলেছেন, ‘আমি আর রুবেল ভাই আমরা যেহেতু ফাস্ট বোলার, আমাদের আক্রমণাত্মক থাকতেই হবে। ভাল লেগেছে আমরা পরিকল্পনা মতো বলকে সুইংও করাতে পেরেছি। পরিকল্পনা অনুসারে বল করতে পারায় আমরা খুশি।’
১/৪৫ (রাভাল), ২/৪৭ (উইলিয়ামসন), ১৫৩/৩ (ল্যাথাম), ১৭৭/৪ (টেলর), ২৫২/৫ (স্যান্টনার), ২৫৬/৬ (ওয়াটলিং), ২৫৬/৭ (গ্র্যান্ডহোম)
n বোলিং:
তাসকিন ১/৬৪, মিরাজ ১/৫১, রুবেল ০/৫৪, ওয়াগনার ১/৪৪, রাব্বি ২/৪৮, সাকিব ৩/৩২, সৌম্য ০/১০।
নিউজিল্যান্ড: প্রথম ইনিংস (দ্বিতীয় দিন শেষে)
ব্যাটসম্যান                      রান      বল      ৪     ৬
রাভাল ব রাব্বি                ১৬       ৪৫     ৩     ০
ল্যাথাম  ক সোহান ব তাসকিন        ৬৮      ১১১ ১১            ০
উইলিয়ামসন ক সোহান ব রাব্বি     ০২      ০২   ০              ০
টেলর ক তাইজুল (সাব) ব মিরাজ   ৭৭     ১০৩ ৭              ২
নিকোলস ব্যাটিং              ৫৬       ৯৩      ৬     ০
স্যান্টনার এলবিডব্লিউ সাকিব        ২৯      ৬১   ৩              ০
ওয়াটলিং ব সাকিব           ০১       ০৪     ০     ০
গ্র্যান্ডহোম ব সাকিব          ০         ০৩     ০     ০
সাউদি ব্যাটিং                  ৪         ০৬      ১     ০
অতিরিক্ত  (লেবা-১, ও-৪, নো-২)  ৭
নিজের প্রথম স্পেলে সাত ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তাসকিন। ভাগ্যের ছোঁয়া থাকলে হয়তো কয়েকটা উইকেট পেতে পারতেন এই তরুণ পেসার। ১৭ ওভার ৬৪ রান দিলেও তাসকিন দিন শেষে উইকেটবিহীন থাকেননি। হাফ সেঞ্চুরিয়ান টম ল্যাথামের উইকেট নিয়েছেন তিনি। অফ স্ট্যাম্পের বাইরে একটু লাফিয়ে উঠা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন ল্যাথাম।
Info : ittefaq.com.bd
Share.

About Author