ফাইনালে বার্সা ,সুয়ারেজ ‘নায়ক’-‘খলনায়ক’

0

 

সেমিফাইনালের ফিরতি লেগে বার্সেলোনার ২ ও অ্যাটলেটিকো মাদ্রিদের ১ জন খেলোয়াড় লালকার্ড দেখেন। এতে বার্সেলোনা ৯ আর অ্যাটলেটিকো মাদ্রিদকে ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়তে হয়। প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফের লুইস এনরিকের বার্সেলোনা। আর ন্যু ক্যাম্পে ফিরতি লেগের ম্যাচটি হলো ১-১ গোলে ড্র। এতে দুই লেগে ৩-২ এগ্রিগেটে কোপা দেল রে’র টানা চতুর্থ ফাইনাল নিশ্চিত করলো কাতালোনিয়ার দলটি।

২৭ মে ফাইনালে তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো কিংবা আলাভেজ। কিন্তু ওই ফাইনালে বার্সেলোনা পাবে না সেমিফাইনালে জয়ের নায়ক লুইস সুয়ারেজকে। এদিন ম্যাচের ৪৩ মিনিটে স্বাগতিক বার্সেলোনাকে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনায়। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ধাক্কা খায় কাতালানের ক্লাবটি। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জি রবার্তো। কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ১০ জনের দল নিয়ে খেললে থাকে বার্সা। কিন্তু এর ১২ মিনিট পর অ্যাটলেটিকো মাদ্রিদও ১০ জনের দলে পরিণত হয়। ক্যারাসকো ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই দলই ১০ জন নিয়ে কঠিন লড়াই করতে থাকে। ম্যাচের ৮০ মিনিটে ম্যাচে সমতা ফেরানোর দারুণ সুযোগ পায় সফরকারী অ্যাটলেটিকো।

প্রথম লেগে পিছিয়ে থাকায় ম্যাচকে অতিরিক্ত সময়ে গড়ানোর জন্য আরো একটি গোল দরকার ছিল অ্যাটলেটিকোর। কিন্তু সেটা সম্ভব না হওয়ায় ফাইনালের আগের ‘ফাইনাল’ থেকে বিদায় নিতে হয় তাদের। ম্যাচের শেষ দিকে দুই দলই মরিয়া হয়ে ওঠে। এরই ধারাবহিকতায় ৯০ মিনিটে আরেকটি হলুদ কার্ড দেখেন লুইস সুয়ারেজ। এতে মাঠ ছাড়তে হয় তাকে। বার্সেলোনা ম্যাচ শেষ করে ৯ জনের দল নিয়ে। ফাইনালে খেলতে পারবেন না সুয়ারেজ।

Info : mzamin.com

Share.

About Author