এবারের আইপিএলে ৬ বাংলাদেশির নাম

0

 

ভারত আইপিএল খেলার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ৭৯৯ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছিলেন। শেষ পর্যন্ত বাছাই করে ৩৫১ জনে কে নির্বাচন করা হয়েছে।৩৫১ জনের মধ্যে আছে ৬ বাংলাদেশি ক্রিকেটার। ২০ ফেব্রুয়ারি ব্যঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য নিলামে স্থির হবে এই ৬ জনের ভাগ্য।৬ ক্রিকেটার হলেন- দেশসেরা ওপেনার তামিম ইকবাল, দলকে বিপদে নির্ভরতা দেওয়া মাহমুদউল্লাহ, মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান, উইকেটকিপার ব্যাটসম্যান এনামুল হক (বিজয়), স্পিডস্টার তাসকিন আহমেদ এবং স্পিন সেনসেশন মেহেদী হাসান মিরাজ।

অখ্যাত দল খুলনা টাইটান্সকে নিয়ে ব্যাটে-বলে ম্যাজিক দেখিয়েছেন মাহমুদ উল্লাহ রিয়াদ।বিপিএলের চতুর্থ আসরে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। সাব্বিরের ব্যাটিং স্টাইলই তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের যোগ্য করে তুলেছে।নিষেধাজ্ঞা থেকে ফিরে আবারও আক্রমণাত্বক বোলিং করছেন তরুণ স্পিডস্টার তাসকিন। আর মেহেদী মিরাজের কৃতিত্ব তো ইতিহাস! তা সবাই জানেন।অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্মেন্স করছেন এনামুল।

সর্বনিম্ন ৩০ লাখ রুপি থেকে এই ৬ ক্রিকেটারের নিলাম শুরু হবে । ২০১১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারও বড় অংকের বিনিময়ে তাকে রেখে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কে।

Share.

About Author