ব্যাট হাতে নিয়ে ঝলক দেখালেন তামিম ইকবাল (পিএসএল) দ্বিতীয় আসরে।কাল বাংলাদেশি এই ড্যাশিং ওপেনার পেশোয়ার জালমির হয়ে রথম ম্যাচেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন । ম্যাচটিতে দফায় দফায় বৃষ্টি হয়। তাই ষোল (১৬) ওভারে খেলার নির্ধারিত হয়।জালমিও হারাতে থাকে উইকেট। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালই ছিলেন ব্যতিক্রম।
পেশোয়ার জালমিরা যখন উইকেট হারাতে থাকে,তখন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালই ছিলেন ব্যতিক্রম। অনেকটা দেখেশুনে ব্যাট করেন তামিম । বুদ্ধিমত্তার পরিচয় দিন তিনি।যে সময়ে রান দরকার সেই সময়ে তিনি রান করতে থাকেন। ১৫তম ওভারে জুলফিকর বাবরের বলে ছক্কা মেরেই ফিফটি পূর্ণ করেন বাংলাদেশি এই তারকা ব্যাটসম্যান। ৪৬ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন তামিম।
সাকিবকে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি। দেখা যাক বল হাতে সাকিব কি ম্যাজিক দেখায়। পেশোয়ার জালমি নির্ধারিত ১৬ ওভারে ৩ উইকেট হারিয়ে করে ১১৭ রান। মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটাকে করতে হবে ১১৮ রান। অন্যদিকে কোয়েটার হয়ে মাহমুদুল্লাহ নিজের প্রথম ম্যাচে ২০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। আর গতকাল তিনি ২ ওভারে ১২ রান দিয়ে নেন এক উইকেট।