তামিম অবশেষে সেঞ্চুরি দেখা পেল

0

 

অবশেষে এ বছর নিজের প্রথম সেঞ্চুরিটার দেখা পেলেন তামিম ইকবাল। ডাম্বুলায় বাঁহাতি ওপেনারের সেঞ্চুরিতে বাংলাদেশের রান ৪৩ ওভারে ৩ উইকেট ২৩৪।কদিন আগে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তামিম, সাকিব, মুশফিকুর, সৌম্য, সাব্বির রহমান—রান পেয়েছেন সবাই। তবু একটা অতৃপ্তি থেকে গেছে, যেটি কাল সংবাদ সম্মেলনে বললেন মাশরাফি বিন মুর্তজা, ‘টেস্টে সবাই ভালো ব্যাটিং করেছে, কিন্তু সেঞ্চুরি পেয়েছে শুধু সাকিব।

গত বছর দুর্দান্ত কাটানো তামিমের এ বছরটা খারাপ যাচ্ছে না। কিন্তু ‘অসাধারণ যাচ্ছে’ সেটাও বলা যাচ্ছিল না আগের ১৩ ইনিংসে একবারও সেঞ্চুরি না করতে পারায়। নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ফিফটি পেলেন।অবশেষে উত্তরটা তামিম খুঁজে পেয়েছেন ডাম্বুলায় এসে। সেঞ্চুরির তৃষ্ণাটা মেটাতে বাঁহাতি ওপেনার শুরুতেই এগিয়েছেন ধীর-লয়ে। প্রথম ৭ বলে রান ২। জড়তা কাটিয়েছেন লাহিরু কুমারাকে প্রথম বাউন্ডারিটা মেরে। ফিফটি করেছেন ৭৬ বলে। পরের ৫০ করতে লেগেছ ৫১ বল। যেটি তাঁর অষ্টম ওয়ানডে সেঞ্চুরি, আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৭তম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়।

ইনিংসটা সাজিয়েছেন ১২ চারে, ছয় নেই একটিও। তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রান করার দিনটা দারুণভাবে স্মরণীয় করে রাখলেন তামিম। এখনো অপরাজিত আছেন ১০১ রানে। সাকিব ব্যাট করছেন ৪৯-এ। চতুর্থ উইকেটে দুজনের ১১৪ রানের জুটি পথ দেখাচ্ছে বাংলাদেশকে।

Share.

About Author