(৩১ মার্চ) শুক্রবার ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতার অনুপ্রেরণায় রেশমী মিত্র ও সাহাদাত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘হঠাৎ দেখা’। মিজানুর রহমান লাবু পরিচালিত সরকারি অনুদানের চলচ্চিত্র ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’। হিমেল আশরাফ পরিচালিত ‘সুলতানা বিবিয়ানা ।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘হঠাৎ দেখা’ জুটি বেঁধেছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং কলকাতার অভিনেত্রী দেবশ্রী রায়। চিত্রনাট্য করেছেন অলোক মুখোপাধ্যায় (ভারত)।আরো অভিনয় করেছেন বাংলাদেশের সুমাইয়া জান্নাতুল হিমি, মুনিরা ইউসুফ মেমী, ওয়াসেক ইমাদ, মনি তালুকদার ও মোহাম্মদ রাজিউল ইসলাম খান, ভারতের দ্বীপ ভট্টাচার্য, কার্ত্তিক দাস বাউল, শঙ্কর চক্রবর্তী, তুলিকা বসু ও সাধন বাগচি।
অন্যদিকে ‘সুলতানা বিবিয়ানা’ ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও আঁচল পরিচালিত, হিমেল আশরাফ।আরো অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ ও শহীদুজ্জামান সেলিম।
মিজানুর রহমান লাবু পরিচালিত ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু ও ক্যামেলিয়া রাঙা। আরও আছেন শিমুল খান, শাহাদাত হোসেন, শিরিন আলম, এসএম মহসিন, নাজিবা বাসার, মাহমুদ প্রমুখ।
সারাদেশে শুক্রবার (৩১ মার্চ) মুক্তি পেয়েছে এই ৩ সিনেমা।