কিশোরগঞ্জ জেলায় মাঠপ্রশাসনের কর্মচারিদের ৩য় দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন

0

উজ্জল কুমার সরকারঃ

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ কালেক্টরেট সহকারীরা পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তৃতীয় দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন। এবং জেলার ১৩টি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের কর্মচারিগণ দাবি আদায়ের লক্ষ্যে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। কিশোরগঞ্জ কালেক্টরেটের আন্দোলনরত কর্মচারিরা সকাল ৯:০০ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে কালেক্টরেট ভবনের দ্বিতীয় তলার বারান্দায় অবস্থান নেন এবং সমাবেশ করেন। এসময় নেতৃবৃন্দরা বলেন, মাঠপ্রশাসনে সরকারের অতি গুরুত্বপূর্ণ বিভাগে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের পদোন্নতির সুযোগ নেই। অফিস সহকারীগণ ৩০/৩৫ বছর চাকরি করে একই পদ থেকে হতাশা নিয়ে অবসরে যান। তারা ২০১৫ সালের জাতীয় বেতনস্কেলের তীব্র সমালোচনা করেন। এবং বেতনস্কেলে সিনিয়রদের মূল্যায়ন করা হয়নি। ফলে সিনিয়র অফিস সহকারী, উচ্চমান সহকারী এবং অফিস সুপারের মধ্যে বেতনের কোন পার্থক্য নেই। সরকারের বিভিন্ন বিভাগ/দপ্তরের সমপর্যায়ের কর্মচারিদের পদবি পরিবর্তনসহ গ্রেড উন্নীত করায় কালেক্টরেট সহকারীদের পদমর্যাদা ক্ষতিগ্রস্থ হয় এবং বেতন বৈষম্য সৃষ্টি হয়েছে যা দেখার কেউ নেই। একটি স্বাধীন দেশে এ ধরনের দ্বৈত নীতি কাম্য নয়। তাদের সচিবালয়ের ন্যায় নিয়োগ বিধি করতে হবে। সচিবালয়সহ বিভিন্ন বিভাগ/দপ্তরের ন্যায় তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করতে হবে। বেতন বৈষম্য দূর করতে হবে। ২০০১ সাল থেকে তাদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করার দাবি জানানো হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ২০১১ সালে পদবি পরিবর্তনের সারসংক্ষেপ অনুমোদন দিয়েছেন। কিন্তু অদৃশ্য কারণে দাবি বাস্তবায়ন হচ্ছে না। মাঠপ্রশাসনের কর্মচারিদের দীর্ঘ প্রায় ২০ বছরের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সমাবেশ থেকে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: আলীম উদ্দিন, সাধারণ সম্পাদক  হাসান মাহমুদ, কিশোরগঞ্জ কালেক্টরেট ৩য় শ্রেণী কর্মচারি ক্লাবের সভাপতি শফিকুর রহমান। এসময় অন্যন্যদের মাঝে আবু ইউসুফ মো: মহসীন, মো: ফয়েজ উদ্দিন, শামসিদ আরা বেগম, বিজন বণিক, ছালাতুর রহমান, মো: কফিল উদ্দিন, খালেদা ইয়াসমীন, নিলিমা দাস, মাহাবুব হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

Share.

About Author