স্টাফ রির্পোটারঃ কিশোরগঞ্জের হোসেনপুরে দুই কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প।
বুধবার রাতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি টিম উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গাঁজাসহ আটক করা হয়।
আটক হওয়া মাদক ব্যবসায়ী হারেঞ্জা গ্রামের নূরু ফকিরের ছেলে জুয়েল ফকির (২৮)। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মাদক ব্যবসায়ী মো. জুয়েল মিয়া সে নিজ এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। জুয়েল মিয়াকে দুই কেজি ৮শ’ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়ের নগদ তিনশ’ ৫০ টাকা’সহ আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।