স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে শহীদ আবু মঈন মোহাম্মদ আশফাকুস সামাদ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও ভোরের আলো সাহিত্য আসর যৌথভাবে আজ শুক্রবার সকালে শহরের কালীবাড়ি সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ সভার আয়োজন করে।
ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল, বীর মুক্তিযোদ্ধা শওকত উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, লায়ন এস. এম জাহাঙ্গীর আলম, আহসান হাবিব, এম. এ. হালিম তালুকদার. মির্জা মাহবুব আলম বেগ প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, শহীদ আশফাকুস সামাদ বীর উত্তম মুক্তিযুদ্ধে যে বীরত্বপূর্ণ অবদান রেখে গেছেন, সেটা নতুন প্রজন্মের অনেকেই জানেন না। শুধু তার অবদানই নয়, গ্রামে-গঞ্জে যে সকল মুক্তিযোদ্ধা এখনও অবহেলিত তাদের বীরত্বের কথা তুলে এনে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সভা পরিচালনা করেন শহীদ আশফাকুস সামাদ বীর উত্তম এর জন্মভূমি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার সতের দরিয়া গ্রামের সন্তান কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির আহ্বায়ক রেজাউল হাবিব রেজা। সভা শেষে শহীদ আশফাকুস সামাদের আত্মার মাগফিরাত এবং দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।