ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে; পুলিশ সুপার

0

স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ সদর মডেল থানার আয়োজনে শীত মৌসুমে কোভিড- ১৯ সংক্রমনের সম্ভাব্য  সেকেন্ড ওয়েভ মোকাবেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চি করণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বটতলায় সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার)। এসময় তিনি বলেন করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত সকলকেই মাস্ক ব্যবহার করতে হবে।

 এসময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান, (সদর সার্কেল) মাসুদ আনোয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক।

 করোনা মোকাবেলায় পথচারী গাড়ীর চালকদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

Share.

About Author