পাকুন্দিয়ায় স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি পালন

0

স্টাফ রিপোর্টারঃ

“ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান” এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করেছে। আজ শনিবার দ্বিতীয় দিনের মতো সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতী  করছে তারা। এসময় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর ঘোষনা ও প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান ও নিয়োগ সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবী জানান। এছাড়া কমিউনিটি ক্লিনিকে সপ্তাহে তিন দিন রোগীদের সেবা দান, মেডিকেল টিমের কার্যক্রমমে অংশগ্রহণ করা, বিভিন্ন সংক্রমক রোগের রক্ত সংগ্রহ, তৃনমূল পর্যায়ে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রার্দুভাব মোকাবেলা, কোভিড ১৯ স্যাম্পল কালেকশন এবং হোম কোয়ারেনটাইন নিশ্চিত করনের দায়িত্ব পালন, এম আর ক্যাম্পেইন করা, ভিটামিন এ ক্যাম্পেইন, কৃমি নাশক ট্যাবলেট বিতরণ ও স্কুলের স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ সকল টেকনিক্যাল কাজে মাঠ পর্যায়ে একমাত্র স্বাস্থ্য সহকারীরাই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন তাই তাদের দাবী মেনে নিতে সরকারের কাছে জোর দাবী জানান। এসময় হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি  আবুল কালাম ইলিয়াস, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,  মহিলা সম্পাদিকা লাইজু আক্তার, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য ফারুকসহ স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।

Share.

About Author