মাই ২৪ বিডি আর্ন্তজাতিক ডেস্ক রিপোর্টঃ
নতুন কৃষি আইনের বিরুদ্ধে ভারতে অব্যাহত রয়েছে কৃষকদের বিক্ষোভ। এতদিন ধরে চুপ থাকলেও এবার কৃষকদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কৃষকরাও সংলাপের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। তবে তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন। খবর আল জাজিরার।
ভারতীয় কিষাণ একতা ইউনিয়নের নেতা জিগেন্দর সিং জানান, আমরা সরকারের কাছে পাঁচটি দাবি উত্থাপন করব। তার মধ্যে কৃষি সম্পর্কিত তিনটি আইন অবশ্যই বাতিল করতে হবে। তিনি বলেন, আমরা সরকার কী বলতে চায়, তা শুনব। তাই সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছি।
ভারতীয় কিষাণ একতা ইউনিয়নের আরেকজন নেতা জগমোহন সিং বলেন, বিভিন্ন কৃষক সংগঠনের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেবে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী নরেন্দ্র সিং তোমারসহ কৃষকদের সঙ্গে আলোচনায় বসবেন।