স্টাফ রিপোর্টারঃ
“চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এই শ্লোগানে শ্লোগানে ধূমপান ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয়েছে ধূমপান ও মাদক বিরোধী পদযাত্রা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলার ধূমপান ও মাদক বিরোধী সংঘঠনের পক্ষ থেকে ১০০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৪ডিসেম্বর) সকাল আটটায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বর থেকে সাধারণ মানুষ, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা ধূমপান ও মাদকের বিরুদ্ধে এক ভিন্ন রকম প্রতিবাদ পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে পাকুন্দিয়া থেকে কটিয়াদী পর্যন্ত পদযাত্রায় অংশ নেন।
এসময় ধূমপান ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে সকল শ্রেণী পেশার মানুষকে উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া-কটিয়াদী-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পদযাত্রা উদ্বোধন করে নিজেও অংশ নিয়ে পাকুন্দিয়া থেকে কটিয়াদী পর্যন্ত ২০ কিলোমিটার পদযাত্রা করেন।
তিনি বলেন, মাদক একটি বৈশ্বিক সমস্যা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করতে হবে বিশেষ করে যুব সমাজকে এর প্রতিবাদে ঐক্যবদ্ধ ভাবে সম্পৃক্ত করে সকলকেই সচেতনাতর বার্তা পৌছে দিতে হবে। যারা মাদক বিক্রেতা ও ক্রেতা রয়েছে তাদেরকে হুশিয়ারি দিয়ে নূর মোহাম্মদ বলেন যদি মাদক ক্রয় ও বিক্রয়কারী সর্ম্পকে তথ্য পাওয়া যায় তাহলে যথাযত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে ডোপটেস্ট শুরু করেছেন পর্যায়ক্রমে অন্যান্য সকল সংস্থার লোকদের ডোপ টেস্ট করা হবে। ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগের প্রশংসা করে তিনি সর্বত্র এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার জন্য তরুণদের প্রতি উদারত আহ্বান জানান।
এ সময় পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম লুৎফর রহমান, জেলা জাতীয় শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, জেলা কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আ ন ম তানভীর হায়দার, সাধারণ সম্পাদক তরিকুল হাসান শাহীন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আসাদুজ্জামান আসাদ, পাকুন্দিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১০০ কিলোমিটার পদযাত্রার অংশ হিসেবে এর আগে পাকুন্দিয়া টু কিশোরগঞ্জ এবং পাকুন্দিয়া টু হোসেনপুর পর্যন্ত ৩২ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। আজ পাকুন্দিয়া থেকে কটিয়াদী পর্যন্ত অনুষ্ঠিত হলো ২০কিলোমিটার পদযাত্রা ।