মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া।
এর আগে রোববার যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোদন চেয়েছে। ২৪ ঘণ্টা যেতে না যেতেই অক্সফোর্ডের টিকার অনুমোদন চাইল সিরাম।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, করোনা চিকিৎসায় জরুরি ব্যবহার এবং টিকার প্রতি মানুষের ব্যাপক আগ্রহের প্রসঙ্গ উল্লেখ করে ভারতের ওষুধ নিয়ন্ত্রণ মহাপরিচালক (ডিজিসিআই) বরাবর জরুরি অনুমোদনের আবেদন করেছে সিরাম।
সম্প্রতি বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে বাহরাইন। এর আগে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাজ্য।
ভারতের বিভিন্ন অঞ্চলে অক্সফোর্ডের করোনা টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। পুনেভিত্তিক সিরাম ইন্সটিটিউট অব ইন্ডিয়া এই ট্রায়াল পরিচালনা করছে। এতে সহায়তা করছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর)।
এর আগে বুধবার মার্কিন সংস্থার তৈরি এই টিকার জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিয়েছিল যুক্তরাজ্য সরকার।
https://www.jugantor.com/international