বঙ্গবন্ধুকে অবমাননায় মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকবে না

0

স্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মুক্তিযোদ্ধারা। আজ বৃহস্পতিবার (১০ডিসেম্বর) দুপুরে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধারা।

বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে অপমান করে তারা স্বাধীনতাকে বিশ্বাস করে না। বঙ্গবন্ধুকে অপমান মানে এই বাংলাদেশকে অপমান, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুকে অবমাননায় মুক্তিযোদ্ধারা ঘরে বসে থাকবে না। যারা ভাস্কর্য ভেঙ্গেছে এবং ভাস্কর্য ভাঙার সাথে জড়িত তাদের সকলের বিচার হতে হবে। তাদেরকে দ্রুত গেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বাসির উদ্দিন ফারুকী, সহকারী কমান্ডার সাংগঠনিক অধ্যাপক আবুল কাশেম, পাকুন্দিয়া উপজেলার সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক এনামুল হক সেলিম প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

Share.

About Author