স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে খাদ্য অধিকার সপ্তাহ উপলক্ষ্যে যুব আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ডিসেম্বর) খানি বাংলাদেশ ও ব্রেথ ফর দ্যা ওর্য়াল্ড এর সহযোগীতায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে জেলা ফ্যামিলি টাইস।
জেলা ফ্যামিলি টাইস কার্যালয়ে হাওর অঞ্চলের কৃষি ও পুষ্টি সমস্যা নিয়ে দিনব্যাপী আলোচনা সভায় জেলা ফ্যামিলি টাইসের নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ছাইফুল আলম।
মমতাজ বেগম মুমুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, নারী নেত্রী মনোয়ারা খাতুন রানু উপস্থিত ছিলেন।
বক্তারা হাওর অঞ্চলের কৃষি ও পুষ্টি সমস্যাগুলো চিহ্নিত করে কতিপয় সুপারিশ তৈরি করেন। এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবী করেন। দিনব্যাপী এই প্রোগ্রামে জেলার ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলার ২৫জন যুব নারী-পুরুষ অংশগ্রহণ করেন।