বাবার মৃত্যুর রহস্য জানা দাবী নয়; আমার অধিকার

0

স্টাফ রিপোর্টারঃ

আমার বাবার মৃত্যু রহস্য জানা আমার দাবী না! আমার অধিকার। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূল বিচার চাই। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে।

আজ রবিবার (১৩ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে সাংবাদিকদের কাছে এই ভাবেই কথা গুলো বলছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মৃত সৈয়দ আতিকুর রহমানের অষ্টম শ্রেণীতে পড়ুয়া মেয়ে সৈয়দা লিথিয়া রহমান লিতু।

সংবাদ সম্মেলনের আয়োজন করে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন ও পরিবারের লোকজন। তাদের অভিযোগ করে বলেন গত ৬ ডিসেম্বর করিমগঞ্জ উপজেলার মনসন্তোষ এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ আতিকুর রহমানের মৃত্যুর ঘটনা সড়ক দুর্ঘটনা নয় এটি পরিকল্পিত হত্যা। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলে শরীর ও ঘটনার স্থানের আলামত থাকত। আলামতে দেখা যায় তার কোমরের বেল্ট খোলা, মাথার পিছন ও চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। আতিকুর রহমান এর মৃত্যু হত্যাকান্ড নাকি সড়ক দূর্ঘটনা জানতে চাই সকলেই। তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এসময় আতিকুর রহমানের মা সৈয়দা খায়রুন্নেছা বাসনা, মেয়ে সৈয়দা লিথিয়া রহমান লিতু ছোট ভাই সৈয়দ আহসানুল আদিল, কিশোরগঞ্জ সরকারী বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের আমিনুল ইসলাম হামীম নুফা, কামরুল ইসলাম উজ্জল প্রমুখ।

 

Share.

About Author