স্টাফ রিপোর্টারঃ
আবারো স্বপদে বহাল হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। আজ (১৫ডিসেম্বর) মঙ্গলবার হাইকোর্টের স্থগিতাদেশের প্রেক্ষিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করেছেন। যাহার স্মারক নং৪৬.০৪৫.০২৭.০৮.১৭.০১৭.২০১৫-৬২৩।
পত্রে উল্লেখ করা হয়, (১) মো.রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান (অপসারণকৃত), উপজেলা পরিষদ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ এর গত ২৫/১১/২০২০ তারিখের আবেদন (২)এবিভাগের আইন-২শাখার স্মারকনং-৪৬.০০.০০০০.০২১.০৪.১৭৭.২০২০-১২১৮, তারিখ-১৪/১২/২০২০ উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে,“যেহেতু স্থানীয় সরকার বিভাগের ০৬/০৮/২০২০ তারিখের ৪৬.০৪৫.০২৭.০৮.১৭.০১৭.২০১৫-৩০৭ নম্বর স্মারকের উপর রীট পিটিশন নং-৪০০৫/২০২০ এ মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে, সেহেতু মহামান্য হাইকোর্টের স্থগিতাদেশ কালতক পর্যন্ত ০৬/০৮/২০২০ তারিখের ৪৬.০৪৫.০২৭.০৮.১৭.০১৭.২০১৫-৩০৭ নম্বর স্মারকের কার্যকারিতা স্থগিত থাকবে।
এই প্রজ্ঞাপন জারির পর আবারো স্বপদে বহাল থেকে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন জননন্দিত চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।