স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে বাজিতপুর থেকে আট বোতল বিদেশী মদ’সহ মাদক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল (১৫ডিসেম্বর) মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব পাটুলি এলাকা থেকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী বলিয়ারদি ইউনিয়নের ওসামানপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সমরাজ (ইমরান) (২৫)।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার বিএন এম শোভন খান জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায় এবং সমরাজকে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ০৮ (আট) বোতল বিদেশী মদ’সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।