একটি চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্যের বিরোধিতা করছে: নূর মোহাম্মদ

0

স্টাফ রিপোর্টারঃ
অতি উৎসাহী একটি চক্র ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্যের বিরোধিতা করছে। ভাস্কর্য যুগে যুগে সব দেশে ছিল, থাকবেও। এগুলোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে মরুদ্বীপ একাত্তর স্বাধীনতা পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিব তোরণ, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্যসেন, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওর্য়াদী, মাওলানা ভাসানি এবং অপরাজেয় বাংলাসহ কিছু ভাস্কর্য আনুষ্ঠানিক উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। এসময় পার্কের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নূরুজ্জামান ইকবালসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ ২০ একর জমির ওপর প্রতিষ্ঠিত পার্কটির কাজ শেষ হলে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করতে চান তিনি।

Share.