ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে তারা ভুল করছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

0

মাই ২৪ বিডি ডেস্কঃ
জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা নোংরামি করছে তার ভুল করছে। এই ভাস্কর্য নিয়ে ভুল বোঝাবুঝির অবসান শিগগিরই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি আরো বলেন, যারা ভাস্কর্য ভাঙচুর করেছে তাদের সবাইকে আমরা গ্রেফতার করেছি। এবং কুষ্টিয়ায় বাঘা যতীনের যে ভাস্কর্য ভাঙা হয়েছে তাদেরও আমরা চিহ্নিত করেছি। তাদের নামে মামলা হয়েছে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয় সারা দেশে আরো অনেক ভাস্কর্য আছে। এমনকি পৃথিবীতে মুসলিম চিন্তাবিদ ও লিডারদেও ভাস্কর্য আছে। আমরা মনে করি ভাস্কর্য কোন পূজার জিনিস নয়। স্মৃতি ধরে রাখা ও ধারণ করার জিনিস।

এসময় ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে উত্তরের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, সহ সভাপতি আসলামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সভায় উপস্থিত ছিলেন।

Share.