মাছের সাথে এ কেমন শত্রুতা!

0

আ ন ম তানভীর হায়দারঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আল আমিন নামের এক ব্যক্তির পুকুরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে আল আমিনের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের মৃত আবদুল মোনায়েমের ছেলে আল আমিন তার ২৫ শতাংশ পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করে। সকালে ঘুম থেকে উঠে পুকুরে গিয়ে বাড়ির লোকজন অসংখ্য মরা মাছ ভেসে থাকতে দেখতে পায়। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী বাড়ির লোকজনের।

ক্ষতিগ্রস্থ আল আমিনের বড় ভাই নজরুল ইসলাম জানান, আল আমিন ঢাকায় থাকেন। এই সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ গুলো নিধন করেছে। যে পরিমাণ মাছ নিধন করা হয়েছে তা লক্ষাধিক টাকা বিক্রি করা যেত।

পাকুন্দিয়া থানার ডিউটি অফিসার (এসআই) আমিনুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share.