ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন

0

মাই ২৪ বিডি আন্তর্জাতিক ডেস্কঃ
শাসকদল ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ছয়দিন ব্যাপী চলা দলের সম্মেলনের মাধ্যমে রবিবার তাকে সাধারণ সম্পাদকের পদ দেয়া হয়। তিনি একক প্রার্থী ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আজ সোমবার (১১ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন। এই পদ দেয়ার মধ্য দিয়ে নিজের ক্ষমতা আর মজবুত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

২০১৬ সালে তিনি দলের চেয়ারম্যান পদে অভিষিক্ত হন। তার বর্তমান নিয়োগটা অনেকটাই প্রতীকী। তার দাদা কিম ইল সুং ছিলেন আজীবন প্রেসিডেন্ট। তার বাবা কিম জং ইলও দলের আজীবন সাধারণ সম্পাদক ছিলেন।

Share.