নির্বাচন বর্জনের ঘোষনা কুলিয়ারচর পৌরসভার বিএনপি প্রার্থীর

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।

আজ শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টায় কুলিয়ারচর বেতিয়ারকান্দি এলাকায় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই নির্বাচন বর্জনের ঘোষনা দেন।

নূরল মিল্লাত অভিযোগ করে বলেন, বেশ কয়েকদিন যাবত প্রশাসন ও সরকারি দলের বিভিন্ন লোকজন বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়াসহ মিথ্যা মামলা দায়ের করেছেন। আজ ভোটগ্রহণ শুরুর পর থেকেও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তাদেরকে বিভিন্ন ভাবে লাঞ্চিত ও মারধর করা হয়েছে। এমতাবস্থায় নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া কোন উপায় ছিল না।

এ সময় জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম, প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট আব্দুল মজিদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আশ্রাফুল আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

Share.