মাই ২৪ বিডি খেলা ডেস্কঃ
ক্রিকেট বিশ্বের নজরে মোহাম্মদ আজহারউদ্দিন। ৩৭ বলে সেঞ্চেুরি হাঁকিয়ে তিনি এই নজর কাড়েন। ভারতীয় ক্রিকেটের নতুন আজহারউদ্দিন জানালেন তার লক্ষ্যেও কথা। ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস সেটি জানিয়েছেন।
আজহার নিজের হাতে লিখে সেই লক্ষ্যগুলো স্থির করেছেন একটা কাগজে সেখানে দেখা যাচ্ছে, ২৬ বছর বয়সী ক্রিকেটার আজহারের নতুন পাঁচটি লক্ষ্য- ‘আইপিএল, এবারের রঞ্জি ট্রফিতে চারটি সেঞ্চুরি, নিজের বাড়ি, মার্সিডিজ গাড়ি আর ২০২৩ বিশ্বকাপে খেলা।
ক’দিন আগে মুম্বাইয়ের বিপক্ষে সৈয়দ মুশতাক আলী ট্রফির ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে নিজের দিকে আলো টানেন ভারতের নতুন আজহারউদ্দিন। ভারতীয় ক্রিকেটে ‘মোহাম্মদ আজহারউদ্দিন’ বড় নাম।
 
					 
						
		 
				
								
										
			 
	
											 
	
											