কিশোরগঞ্জের র‌্যাবের অভিযানে আট জুয়ারি আটক

0

স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮জুয়ারিকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলাবার (১৯ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের হাজী তাহের উদ্দিনের ছেলে কামরুল ইসলাম মুরাদ (৪৫), আঃ মালেকের ছেলে বাবুল মিয়া (২৮), তার ভাই দুদু মিয়া (৪৭), সোবহান মিয়ার ছেলে নুরুল ইসলাম (২৯), বরজু রহমানের ছেলে আরজু মিয়া (২৬), মৃত হোসেন আলীর ছেলে মাসুদ মিয়া (৩৩), মৃত আবুল হাসেমের ছেলে ওমর ফারুক (৩২) ও হারেজ আলীর ছেলে সোহেল মাহমুদ (৩৪)।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের হাজী তাহের উদ্দিনের ছেলে মোঃ মুরাদ(৩৮)এর বসত ঘরের দক্ষিণপাশের্^র কক্ষে কতিপয় লোক টাকার বিনিময়ে জুয়া খেলছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার নগদ ৭,৭০০/-(সাত হাজার সাতশত) টাকা ও ০২(দুই) বান্ডিল তাস’সহ তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করেছে। আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

Share.