মাই ২৪ বিডি খেলা ডেস্কঃ
বার্সেলোনা থেকে আকাশছোঁয়া বেতন পেতেন লিওনেল মেসি। এটা সবার জানা ছিল। তবে সম্প্রতি স্প্যানিশ দৈনিক এল মুন্ডো বেতনের অংকটা ফাঁস করে দিয়েছে। তাদের মতে, মেসি সব মিলিয়ে পাচ্ছেন ৫৫ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০০ কোটি টাকা! এর ফলে প্রশ্ন উঠেছে, মেসিকে পুষতে গিয়েই কি বার্সেলোনার এমন দুর্দশা? এমন মুহূর্তে লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস মেসির পাশে দাঁড়িয়েছেন।
২০১৭ সালে সবশেষ বার্সেলোনার সঙ্গে চুক্তি করেন মেসি। এর মেয়াদ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে ক্লাব থেকে মেসির আয় ১৩ কোটি ৮০ লাখ ইউরো। তেবাসের মতে, বার্সেলোনার আর্থিক সমস্যার সঙ্গে আর্জেন্টাইন তারকার বিশাল অঙ্কের চুক্তির কোনো সম্পর্ক নেই। এরই মধ্যে কাতালান ক্লাবটি চুক্তি ফাঁসের ঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। দলটির প্রধান কোচ রোনাল্ড কোম্যান ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
এল মুন্ডোর সঙ্গে দ্বিমত পোষণ করে করোনা মহামারীর কথা উল্লেখ করে তেবাস বলেছেন, ‘বার্সেলোনার নাজুক আর্থিক অবস্থা মেসির জন্য নয়। বরং কোভিড-১৯ এর মারাত্মক প্রভাবে এমনটা ঘটেছে। কোনো মহামারী না থাকলে ইতিহাসের সেরা খেলোয়াড়ের মাধ্যমে অর্জিত আয়ে এটা পুষিয়ে যাওয়ার কথা। কিন্তু কিছু গণমাধ্যম এই ব্যাপারটি নিয়ে যথাযথভাবে আচরণ করছে না।’